প্রশ্ন: সিলেট জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৭৭৫ সালে।
প্রশ্ন: সিলেট জেলার সীমানা কি?
উ: সিলেট জেলার সীমানা:
✅ উত্তরে: আসাম রাজ্য
✅ দক্ষিণে: মৌলভীবাজার
✅ পূর্বে: ভারতের আসাম রাজ্য
✅ পশ্চিমে: সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা
প্রশ্ন: সিলেট জেলার আয়তন কত?
উ: ৩,৪৫২.০৭ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: সিলেট জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: অগ্রযাত্রা সিলেট।
প্রশ্ন: সিলেট জেলার গ্রাম কতটি?
উ: ৩৪৯৭ টি।
প্রশ্ন: সিলেট জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ১০৬ টি।
প্রশ্ন: সিলেট জেলার উপজেলা/থানা কতটি?
উ: ১৩/১৭ টি।
প্রশ্ন: সিলেট জেলার পৌরসভা কতটি?
উ: ৫ টি।
প্রশ্ন: সিলেট জেলার নদ-নদী কি কি?
উ: সুরমা, কুশিয়ারা, সোনাই ইত্যাদি।
প্রশ্ন: সিলেট জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: বেত ও শীতল পাটি, প্রাকৃতিক গ্যাস, চা কারকানা, ফেঞ্চুগঞ্জ সার কারখানা, এলপি গ্যাস প্লান্ট, তাঁত শিল্প, খনিজ তেল, চুনাপাথর।
প্রশ্ন: সিলেট জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: হযরত শাহজালাল (র) এবং হযরত শাহপরান (র)-এর মাজার, কালী মন্দির- কালীঘাট, তামাবিল-জাফলং, জাফলং লেক, জৈন্তাপুর এলাকার চা বাগান, আলী আমজাদের ঘড়িঘর, কিন ব্রিজ, চাঁদনী ঘাটের সিঁড়ি, ছাতক, ফেঞ্চুগঞ্জ সার কারখানা, হরিপুর গ্যাসক্ষেত্র, তেল উৎপাদন কেন্দ্র প্রভৃতি।
প্রশ্ন: সিলেট জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: আবুল মাল আবদুল মুহিত (রাজনীতিবিদ), শমশের মুবিন চৌধুরী, সি এম শফি সামি, জেনারেল এম, এ, জি, ওসমানী (মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক), সৈয়দ মুজতবা আলী (সাহিত্যিক), ক্ষিরোদ বন্দ্র দেব, গোবিন্দ চন্দ্র দেব, বিপিন চন্দ্র পাল, এম সাইফুর রহমান (রাজনীতিবিদ), বিচারপতি আমিন উদ্দিন চৌধুরী।